মানুষ রূপে জন্ম নিয়ে
এলাম আমি ভবে,
অজ্ঞ আমি ছিলাম তবে
বিবেক দিল রবে।
আঁধার ঘরে প্রদীপ জ্বেলে
ফুটায় নব ফুল,
জ্ঞানের আলো জ্বালায় মনে
ভাঙে ভ্রান্তি ভুল।
শেখায় দিতে বিপদ রুখে
উচ্চ করে শির,
শিক্ষাগুরু ভবের মাঝে
শ্রেষ্ঠ মহা বীর।
শিক্ষা দানে শ্রেষ্ঠ গুণী
শুভ্র তার মন,
শিক্ষাগুরু বাবার পরে
ভবের মহা জন।
সবে সফল মানুষ হবে
আঁধার হবে দূর,
শিক্ষাগুরু থেকে সঠিক
পেলে জ্ঞানের নূর।