সকাল বেলা কেমন করে
সূর্য উঠে পূবে,
সন্ধ্যা হলে আবার কেনো
পশ্চিমে যায় ডুবে?
দূর গগনে মেঘের ভেলা
কেমন করে ভাসে,
আধাঁর রাতে তারার ভিড়ে
চন্দ্র কেনো হাসে?
ফুল বাগানে রঙবেরঙের
হাজারো ফুল ফুটে,
আধাঁর কেটে ভোরে যখন
রঙিন সূর্য উঠে।
বিলের ধারে পদ্ম ফুটে
শাপলা দিঘি ঘাটে,
রাখাল ছেলে বাঁশি বাজায়
মধুর সুরে মাঠে।
রাতের বেলা গগন মাঝে
ফুটে চাঁদের আলো,
আকাশ জুড়ে তারকা রাজি
দেখতে লাগে ভালো।
✪রচনা: ২৬-০৯-২০২০ইং