শিশু কিশোর যুবা বৃদ্ধ
কচিকাঁচার দল,
হিংসা বিদ্বেষ ভুলে সবে
এক সাথে পথ চল।

সত্য ন্যায়ে থাকবো সদা
করো দৃঢ় পণ,
লেখা পড়া করে সবে
হবো গুণী জন।

জ্ঞানের প্রদীপ জ্বেলে দেবো  
বিশ্ব ভুবন ময়,
ন্যায়ের পক্ষে লড়ে যাবো
করবো নাতো ভয়।

ধর্ম বর্ণ সব ভেদাভেদ
ভুলে গিয়ে রেষ,
সবাই মিলে নিপুণ মনে
গড়বো নতুন দেশ।

গরীব দুখীর চোখের কোনে
দেখবো না আর জল,
সবে সবার পাশে রবো
বুকে নিয়ে বল।

_____________