শিশির ভেজা দূর্বাঘাসে
ভোরে রবির আলো,
সুবাস জাগে পুষ্প বাগে
দেখতে লাগে ভালো।

আকাশ জুড়ে তারার মেলা
মিলে রাতের বেলা,
জোনাকির দল করে  বনে
লুকোচুরির খেলা।

জোছনা রাতে আকাশ পানে
চাঁদের রাঙা হাসি,
ছন্দে দোলে গগন জুড়ে
তারকা রাশি রাশি।

পাখির গানে শিমুল বনে
মন মাতানো ঘ্রাণে,
উদাস করা মন কাড়িয়া
তৃপ্তি আনে প্রাণে।

শালিক শ্যামা অদূর বনে
ডাকে মধুর সুরে,
মনে হাজার ইচ্ছে নিয়ে
ছুটে অচিন পুরে।

______________________