নারী মানে স্বর্গ রবি
জ্বালায় ভবে বাতি,
নারীদেরকে করো সম্মান
এরা মায়ের জাতি।
সন্তানেরই স্বর্গ জানো
মায়ের চরণ তলে,
মহা গ্রন্থ আল কোরানে
প্রভু তা-ই বলে।
জগৎ মাঝে যতো মানব
নারী তাহার মূলে,
নারীর জন্য জগৎ আজও
সুবাসিত ফুলে।
নারী জাতি মহান অতি
এই জগতের বুকে,
তাদের সম্মান করলে সবে
থাকবে ভবে সুখে।
সবে নারী নিপিড়নে
ওঠে দাঁড়াও রুখে,
নারী জাতি ভবে যেনো
নাহি থাকে দুখে।
________________
✪ রচনা : ৩০-০৯-২০২০ইং