স্বর্গ আমার মায়ের চরণ
মা যে আমার সুখ,
মায়ের দোয়া পেলে ঘুচে
যায় যে সকল দুখ।
সৃষ্টিকারী বিধির পরে
মা জননীর ঠাঁই,
মায়ের আঁচল তলে আমি
স্বর্গ খুঁজে পাই।
স্নেহময়ী মুখের হাসি
উজাড় করা মন,
পাইনি কোথাও মায়ের মতো
এমন আপন জন।
আমার দুখে সবার আগে
কাঁদে মায়ের প্রাণ,
মায়ের সেবা করে এ মন
রেখো তাহার মান।
ধরার বুকে মা জননী
বিধির সেরা দান,
কাব্যে বলে শেষ হবে না
মায়ের গুনগান।
___________________