হৃদয় ছোঁয়া আবেগ ঘন
কাব্য কলি পেলে,
সুজন মাঝি মাতাল হয়ে
স্বপ্ন ডানা মেলে।
রঙিন সাজে ভ্রমর বেশে
কাব্য বাগে ছুটে,
সঙ্গে সাথী গল্প গীতি
বলে মিষ্টি ঠোঁটে।
কাব্য রণে হৃদ পবনে
প্রেমের ছবি আঁকে,
কণ্ঠ বাজে মধুর সুরে
কোকিল যেন ডাকে।
জোছনা রাতে গগনতলে
স্নিগ্ধ আলো ঝরে,
প্রেমিক মনে ছন্দ দোলে
কাব্য রসে ভরে।
লাখো তারার গগনপটে
চন্দ্র হেসে ওঠে,
ভালোবাসার মানুষ মনে
কাব্য হয়ে ফুটে।