পূব আকাশে ভোরে যখন
সূয্যিমামা জাগে,
পুষ্প হয়ে যেনো কবির
ফুটে কাব্য বাগে।
কাব্য লেখা সহজ নহে
অনেক শ্রম লাগে,
ছন্দ রীতি মাত্রা নীতি
শিখতে হবে আগে।
লেখার কাজে মন'টা সদা
রাখতে যদি চাও,
চিন্তা করো চর্চা করো
কলম হাতে নাও।।
জ্ঞান পিপাসা থাকলে মনে
শেখার নাহি শেষ,
কাব্য ছড়া লিখতে হলে
পড়তে হবে বেশ।
যখন যাবে যেথায় ভবে
বইটি হাতে চাই,
পড়ার পরে শেখার পরে
লিখতে বাঁধা নাই।