রোজ সকালে গাছের ডালে
ডাকে ভোরের পাখি,
পাখপাখালির কলতানে
জাগে আমার আঁখি।

ঊষার আলো ছড়িয়ে পড়ে
রূপে ভরা দেশে,
শিশির জমে দূর্বাঘাসে
হেমন্তকাল শেষে।

শীতের আভায় চাদর গায়ে
রৌদ্র ভালো-বেসে,
সূয্যিমামার সামনে সবাই
দাঁড়ায় মিষ্টি হেসে।

দিবস শেষে রাঙা রবি
পশ্চিমে যায় ঢলে,
নীল আকাশে নীলিমাতে
চন্দ্র তারা জ্বলে।

হিমেল হাওয়া গায়ে লাগে
বৃক্ষরাজি নড়ে,
সবুজ শ্যামল রূপের এ দেশ
দেখি নয়ন ভরে।

_____________________