দুঃখ কষ্ট আমায় যেনো
বন্ধু রূপে পেলো,
দুঃখের সাথে খেলা করে
সারা জীবন গেলো।

আধাঁর রাতে সবাই যখন
খোঁজে চাঁদের আলো,
আমি বলি চন্দ্র নহে
আধাঁর তবু ভালো।

ত্রিভুবনে কোথাও খুঁজে
পাইনি সুখের দেখা,
মনে হাজার ব্যথা নিয়ে
চলছি পথে একা।

জন্ম থেকে দাদা দাদীর
নাহি পেলাম দেখা,
শৈশবেতে বাপ হারিয়ে
টানছি নতুন রেখা।

শত্রু হলো সুখ যে আমার
হারাই যখন পিতা,
জীবন আমার দুখের সাথে
বাঁধে নব মিতা।

_________________
✪রচনা: ১৯-০৯-২০২০ইং