দূরে নন মহা জন  সেই জন চাষি
যার জন্য পায় অন্ন  সারা দেশ বাসী,
চাষি গন সারাক্ষণ  থেকে উপবাস,
খোঁজে ধন দিয়ে মন  করে জমি চাষ।

বীজ বুনে দিন গুনে  কবে হবে ফল,
সেবা করে প্রতি ভোরে  দেয় গাছে জল।
সারা দিন ভুখা হীন  করে পরিশ্রম,
দুখে রয় কষ্ট সয়  বন্ধ করে দম।

ধান পাটে ভরা মাঠে  কাটে তার রোজ,
কাজ শেষে বাড়ি এসে  করে বসে ভোজ।
পান্তা ভাতে হয় সাথে  কাঁচা লঙ্কা ঝাল,
নয় দুটি আটা রুটি  আলু ভাজি ডাল।

সীমাহীন থাকে ঋণ  লেগে সব কাল,
সর্বহারা তবু তারা  নাহি ছাড়ে হাল।
বহু আশা নিয়ে চাষা  রোদ বৃষ্টি ঝড়ে,
থইথই মাঠে রই সদা খেটে মরে।

ভাঙা ঘরে থাকে পড়ে  করে না সে ভয়,
কিছু তার  হারাবার  নেই হেসে কয়।
কোন মতে প্রতি রাতে  করে কুঁড়ে বাস,
তবু চাষি  হাসিখুশি  থাকে বার মাস।

____________________________
✪তরল পয়ার = ৮+৬
✪ রচনা: ০৪-০১-২০২১ইং