পথে ঘাটে ছেলে দেখে করি আমি ভুল,
হাতে বালা গলে মালা কানে পড়ে দুল।
ছেলে দেখি নারী রূপে চোখে নাহি লাজ,
বধূ বেশে ঘুরে পথে করে বহু সাজ।
পথে চলে হেলে দুলে হাতে নিয়ে ফুল,
মনে হবে মেয়ে বুঝি মাথা ভরা চুল।
যদি দেখে পথে হেঁটে মেয়ে একা যায়,
নেশা করা মুখে হেসে বলে বসে হায়।
দেখে আমি কিযে করি লাজে মরে যাই,
কিছু ছেলে এভাবে যে পথে হাটে ভাই।
ভাবি মনে একা বসে লিখিনি তো ভুল!
ছেলে মেয়ে দু'জনারে করেছি যে তুল।
পিতামাতা তারে নিয়ে করে নাতো খোঁজ,
লেখাপড়া ছেড়ে দিয়ে ঘুরে পথে রোজ।
অকারণে মেয়ে নিয়ে মজা করে বেশ,
আজেবাজে গাঁজাখোরে ভরে গেছে দেশ।
চুরিদারি নেশাখোরি ছাড়া নাহি কাজ,
বাবুগিরি করে ঘুরে যেন মহারাজ।
দেখে আমি ভয়ে মরি দূরে সরে যাই,
না জানি কি করে বসে কোন দিশা নাই।
______________________