দূর গগনে উড়ছে কতো
সাদা মেঘের ভেলা,
রোদের সাথে মেঘের ভেলা
করছে কেমন খেলা।

নদীর কূলে বসছে শতো
কাশফুলের'ই মেলা,
এসব লীলা দেখে আমার
কাটে সারা বেলা।

ঝরনাধারা ছুটে চলে
গভীর সাগর পানে,
একূল ভাঙে ওকূল গড়ে
জোয়ার ভাটার টানে।

আঁকাবাঁকা পথে নদী
চলছে গানে গানে,
মানব জীবন সুখে দুখে
দেখে নদীর পানে।

ভুবন জুড়ে আছে এমন
বিধির হাজার রীতি,
দুঃখ কষ্ট মনের মাঝে
রাখে কিছু স্মৃতি।

________________
✪রচনা: ২৮-০৯-২০২০ইং