আমার দেশের দামাল ছেলে
নিজের জীবন করে বাজি,
লাল সবুজ'কে আনলো কেড়ে
যুদ্ধ করে সকাল সাঁঝি।

ওই আকাশে উড়ে যে তাই
লাল সবুজের পতাকা ভাই,
এমন সুন্দর দৃশ্য আমি
আর কোথাও যে খুঁজে না পাই।

সকাল বেলা আমার দেশে
সূয্যিমামা পূবে জাগে,
মুগ্ধ করা রঙবেরঙের
হাজারো ফুল ফুটে বাগে।

মধুর সুরে পাখি ডাকে
ডালে বসে পুকুর ঘাটে,
রূপসী এই সবুজ দেশে
সোনার ফসল ফলে মাঠে।

দিঘির জলে শাপলা ফুটে।
সবার মনে খুশি জাগে,
রাখাল ছেলে বাজায় বাঁশি
শুনতে খুবই মধুর লাগে।



_________________
✪ রচনা: ২৭-০৯-২০২০ইং