সুবিশাল ধরণীতে  আমাদের এই দেশ,
রূপ গুন বলি যত  হবেনা তা বলা শেষ।
আমাদের এই দেশে  মনোরম পরিবেশে,
সবুজের সমারোহ  নদ-নদীর কূল ঘেঁষে।

নদীনালা খালবিলে  ঘিরে আছে চারপাশ,
অপরুপা  এই দেশে  আমাদের   বসবাস।
ভালোবেসে খুশিমনে  হেসেখেলে আছি বেশ,
সুশীতল  ছায়াতল   আমদের  এই দেশ।

রোজ ভোরে ঘুম ভাঙে  পাখিদের কলরবে,
আজানের ধ্বনি শুনে  প্রার্থনায় যায় সবে।
শিশুরা  মননিবেশ   করে তার  নিজ পাঠে,
জেলে জলে মাছ ধরে  চাষি বীজ বোনে মাঠে।

তরী ঘাটে মাঝি ধরে  ভাটিয়ালি গানে সুর,
পাল তুলে  হাল ধরে  ভেসে যায়  বহু দূর।
কলতানে  গানে গানে  মুখরিত  নদী কূল,
সুশোভিত সুরভিত  কাননেতে ফুটে ফুল।

সুবাসিত  চারিধার   মনোহর  নিদারুণ,
ফুলে ফুলে বেজে ওঠে  ভ্রমরের গুনগুন।
প্রকৃতির সাথে তার নিবিড় এ আলাপন,
দূর থেকে অপলকে  চেয়ে রই সারাক্ষণ।
_________________________
✪ অক্ষরবৃত্ত ছন্দে= ৮+৮
✪ রচনাকাল: বুধবার, ৭'ই জুলাই ২০২১'ইং