ধরাতে প্রেরণ করে  প্রভু রহমান,
নামাজেতে মানবেরে  করে আহবান।
আযানের ধ্বনি শুনে  জাগে যার প্রাণ,
আখেরাতে সেই জন  পাবে পরিত্রাণ।

প্রভুর রহম সাথে  রবে সারা বেলা,
সালাতে যে জন ভবে  করিবেনা হেলা।
মুমিনের কণ্ঠে তাই  বাজে অবিরাম,
সে মহান বিধাতার  সুমধুর নাম।

অজু করে নিয়মিত  করে মাথা নত,
থাকে সদা জিকিরে ও  মুনাজাতে রত।
পথিকের দেখা পেলে   দেয় যে সালাম,
মনে প্রাণে ভালোবাসে  খোদার কালাম।

ফজরে সবার আগে   মসজিদে চলে,
জামাতে নামাজ পড়ে  মুনাজাতে বলে।
থেকো প্রভু সারাদিন  সাথেই আমার,
বিপদ-আপদে মোরে  করো পারাপার।

যে জন প্রভুর নাম  নাহি লয় মুখে,
আখেরে সে জন রবে  চিরকাল দুখে।
বুঝিবে তখন কিবা  আছে তার মান,
ধরাতে মুমিনগণ  মানে যে কোরান।

_______________________
✪ অক্ষরবৃত্ত ছন্দে=৮+৬
✪ রচনা: ২৯'শে জানুয়ারী ২০২১ইং