আজব সমাজে বসতি আমার
পাপের সমুদ্রে করছি বাস,
চারিদিকে হায় যুবক যুবতী
করছে কি সব এ সর্বনাশ!
পোশাকআশাকে কেনো যে মানুষ
দেখিয়া তবুও করে না হেলা!
জিনা-ব্যাভিচার চলছে যে হায়!
অবৈধ প্রেমের মিলন মেলা।
জানতে ভিষণ চাইছে এ মন
কোথায় থেকে কি সাহস পেয়ে,
কিসের পিছনে তরুণ সমাজ
বেপরোয়া সব চলছে ধেয়ে।
তালাশ করিলে দেখিতে পাইবে
বাবা-মা তাদের রাখে না খোঁজ,
করছে যে তাই নিয়মিত এই
জঘণ্য রকম কুকর্ম রোজ।
সজাগ থাকিতে বলছি সবাই
সমাজের যদি ভালো গো চাও,
ছেলে মেয়ে যবে সাবালক হবে
বিবাহ বন্ধনে জড়িয়ে দাও।
____________________
✪ লঘু চৌপদী: ৬+৬/৬+৫(অক্ষরবৃত্ত)
✪ রচনাকাল: ১২'ই আগস্ট ২০২১'ইং