এ মহাবিশ্বের ট্রিলিয়ন তারকারাজির ভীড়ে
এ পৃথিবীর নীড়।

সভ্য থেকে অসভ্য হওয়ার
এক দীর্ঘ কালাখ্যান পেরিয়ে,
নীলনদ হয়ে কত পানি
গড়িয়েছে আটলান্টিকে।

শ্রুত-বিশ্রুত কাহিনীমালার
ভাঁজে ভাঁজে,
এ পৃথিবীর মনুষ্যদের অমনুষ্যত্বে
কত হারিয়েছে মহাকাল নির্মাতা।

আজ ভয়েজার ছুটে আন্তঃনক্ষত্র পানে,
তবুও মানবতার দুয়ারে
পড়েনি কোন নতুন সাড়া।

দিনে দিনে শুধু বেড়েছে যাতনা,
দুর্বলের শোষণের হাতিয়ার প্রবল হয়েছে কেবল।

আজও ধুকে ধুকে মরে মানবতা
ধূসর মরুর বুকে।
শাম,নজদ,হেযাজ হয়ে
ভূমধ্যসাগরের সকল পাড়ে।

নীল রুয়ান্ডার কাল জলে,
ক্যাসাব্লাঙ্কা,জাবালুত তারেক।
কিংবা গুয়াদালকুইবারের আল্পসীয় স্রোতে-

কত দাস-দাসিনী,শ্রমিক,যোদ্ধার
অকাল,সলিল প্রয়াণ ঘটেছে।

সেকাল থেকে একালেও
আজ ঝরতেই আছে রক্ত-ঘাম।

বেয়নেট,বুলেট,গ্যাসে
আজও অধিকারহীনের নাম খচিত
ওই রক্তাক্ত পতাকা,
কত জীবন নিয়েছে চষে।

আজও হয়নি কোন পরিবর্তন
মানব মনের ঘরে।
আপন হয়েছে পর,
নতুন স্বার্থের তরে।

তবুও কেন হাত গুটিয়ে তোমরা
থাকবে যুবক শ্রেণী?
বিপ্লবে তোমার নামতে হবে
কাজ হবে অগ্রণী।

আজ তবে এক্ষুণি
শুরু হোক অভিযান।
গুড়িয়ে দাও সব বিশ্বের মাঝে
যত হিংসা,ধ্বংস,অভিমান।

বিপ্লবীর পায়ে তবে পড়ুক সাড়া,
পৃথিবী কম্পিত হোক বারংবার।
এ ধরার বুকে নামুক শান্তি,
শেষ হোক রক্তস্রোতের পারাবার।

দরিয়ানগর
২০ মে,২০১৮ খ্রিস্টাব্দ।