আমি ছন্নছাড়া
আমি গৃহহীন,পথের পথিক।
আমার নেই কোন স্বজন,
নেই ভিটে-মাটি পরমাত্মীয়
নেই জীবনে কোলাহল,কূজন।
বিদেশ বিভূই,বিষফোঁড়া যেন
পেছনে নেই কোন ইতিহাস।
অদৃশ্যের স্পর্শে হারিয়ে যাওয়া
সোনালী বিকেলবেলা,
সুশোভিত দিনগুলোর অন্তিমশয়ান।
আমি পথে-প্রান্তরে,ঘাটে-পাটে
বিস্তর শুয়ে থাকা পথের বিভাগী,
জীবন-জীবিকা,দিনমজুরী।
পান্থপথের পান্থশালা।
বরফাচ্ছাদিত হিমালয় শীর্ষ।
রণে-বনে,অন্দরে-বন্দরে
আমি মর্ত্যের মূর্তি।
নিঃসাড় দেহ,নিস্তরঙ্গ
আমি ছন্নছাড়া,
গৃহহীন,পথের পথিক।
ক্ষেতে-খামারে,কূলে-মজুর
ফেরিঘাটে যবে ফেরিওয়ালা।
আমি ভীম রণভূমে,অর্জুন-দূর্যোধনে
বন্দরে-মন্দিরে,আজমীর-পুরীতে
জীর্ণ-শীর্ণ,ঔদার্যে-সৌহার্দ্যে
ভাতৃ-বন্ধন,মিলন-আবেগ।
চিরকূটনামা,তাজমহলের দূর্গে
শায়িত লোহালক্কড়,কদর্যহীন ঊষা
আমি ঊর্মিমালা,কৃষ্ঞকুমারী,কাঞনজঙ্গা।
চৈত্র-বৈশাখের চৌচির মাঠ-ঘাট।
আমি শুকিয়ে যাওয়া বিল,উত্তপ্ত মরূ।
ঘাটে-মাঠে রৌদ্রের কোলাহলে
তপ্ত বালুর উপত্যকা
সাহারা-ভিক্টোরিয়া,কালাহারি,
বিষুব,ঊষর,শ্বেত তৃণভূমি।
কৃষ্ণবিবরে হারিয়ে যাওয়া নক্ষত্র।
আমি ছন্নছাড়া,
গৃহহীন,পথের পথিক।
দ্যুলোক-ভূলোক,আকাশ জমিনে
ছড়িয়ে থাকা বাষ্পশূণ্য শুভ্র মেঘ।
আমি তৃণ,বেয়ে ওঠা লতা
আমি ক্রুশো,কুক,কক্স।
জীবন সায়াহ্নের হাহাকার,হা-হুতাশ।
পীত,নাইজার,কামস্কাটকার
গভীর,শীতল,নীলাভ শৈবাল।
আমি উন্মাদ রণপ্রান্তরের রুস্তম
আমি দুর্বার,চিরসৈনিক,সিপাহী।
আমি জনতার,জনসমুদ্রের স্টেনগান।
দুর্মর,দুর্গম,দুর্জেয় গিরিগুহা।
পালমিরার শিরস্ত্রাণ।
আমি কঙ্গো,আমি আফ্রিকা-অন্ধকার।
আমি যুবা-সুবা
জন্ম-জন্মান্তরে আসা বণিক।
আমি চিরকাল,বহমান স্রোতস্বিনী।
আমি যুগে-যুগে,কাল-কালান্তরের কড়চা
মহাকাল।
কক্সবাজার
মে ১২,২০১৬ খ্রিস্টাব্দ