পৃথিবীর যত গদ্য-পদ্য,ছন্দ-ছড়া।
চিত্র-বিচিত্র,বিশালরাশি,জলাভূমি।
দুর্গম পাহাড়,অরণ্যরাজি,বৃক্ষের সমারোহ
দুঃসহ যাত্রা সয়ে তত পরিমাণ

বিষাদ জমিয়েছি বুকে।
বিষাদে-নিষাদে ক্ষত-বিক্ষত তট।
যত যাতনা,যন্ত্রণা উদ্ভট।
জীবন-জীবিকার পাহাড়সম বৈষম্য
পিতৃমাতৃ স্নেহ বঞিত
প্রিয় প্রিয়তমা গিয়াছে চলে
ফিরে না আসা সে দিনগুলি
বিষাদে-নিষাদে গিয়াছে কেটে।

এখনও তব কোন মনে পড়ে
সে তারকাশূণ্য অম্বরের কথা।
আমার মনের উদার প্রান্তরে
তার বিচক্ষণ মনের ক্রীড়ার ব্যথা।

কক্সবাজার
ফেব্রুয়ারি ২৭,২০১৬ খ্রিস্টাব্দ।