কিছু কাল রাতে
আর্তনাদেরা পাখা মেলে।
ঝাঁপটায়
ঝাঁপটায় আমার বিরহের জানালায়।

কিছু কষ্টের অতিশায়নে
বুক ফাঁটা হাহাকারে
ভরে যায় পৃথিবী।

মানুষটা বদলায়
চিরসবুজ সংসারে বারংবার
পুনর্বার পুনর্জন্ম হয়।
কষ্টদের।

বহু রুপে,বহু ঢংয়ে
দুর্বিনীত দুঃখগুলো
একে একে দখলে নেয়
আমার সুখের প্রতিটি আস্তানা।

কষ্টের যাম পাহাড়ে-
উঠি,
সুখের অশ্বে চড়ে।

হয়তো
পড়ে যেতে পারি
খাদের কিনারায়

তবুও তোলার কেউ নেই।