হে পথিক
পথ হারিয়ে দিক-বহিদিক
কেন ছুটছ?
ঐ দেখ তোমার সম্মুখ পানে
জীবনের ফেরি ঘাটে
নায়ের মাঝিরা আঘাত হানে।
দিতে হবে পাড়ি পেছন ফেলি
জীবন যৌবনের মায়া।
অকূল পাথারে ভাসাতে হবে গা
পথ দিতে হবে সৃজন করি।
হে পথিক,হে মহান,হে তীর্থের যাত্রী
তোমার পথ আবি অনেক দূর
কেন কর যন্থর-মন্থর।
স্মৃতি অমলিন বাটের পাটে
ফেটে যায় আখিঁ-অন্তর।
ঐ চন্দ্রিমা,দিবালোক,বজ্র বিদ্যুতে
দিতে হবে পাড়ি
সম্মুখের পথ
গিরি গুহা যত কাড়ি-কাড়ি।
তোমার অগ্রে গিয়াছে চলি-
সে পথে,যে পথে তুমি যাচ্ছ।
চেঙ্গিস,হালাকু,মাহমুদ,আলেকজান্ডার
নিয়াছে কত সম্পদ,ধন-ঐশ্বর্য।
তবুও কতদিন হয় সে পথে
যায়নি'ক কোন পথিক।
সে পথ বড় দুর্গম,দুর্মর
আসেনি'ক বসন্ত,শরৎ-কার্তিক।
তবুও চল বসামনে
ফিরিওনা পশ্চাতে
শেয়ালের দল তোমায় দেখে
হাসবে।
বের কর হাতিয়ার,বর্শা,বাণ
কেটে ফেল আগাছা,আঘাত হান।
বাজি রেখে চল সম্মুখপানে
আসেনি যবে জীবনসায়াহ্ন।
কক্সবাজার
মে ০৮,২০১৬ খ্রিস্টাব্দ।