একদা এক বিরান ভূমে
সাহারার ক্যাকটাস গুল্ম লতায়
সহসা লাগে সাইমুম বাতাস।

সে মরূঝড়ে ভেসে গ্রহের
কোন প্রান্তর থেকে ভেসে আসে
কোন বায়ুপরাগ।

সে বায়ুপরাগে উদ্ভট যাতনায়
ক্যাকটাসে লাগে উদ্দীপন
জন্ম হয় একটি ফুলের।

সে কাঁটাযুক্ত ফুলের গাছে
ফুলের আভাসে কত মৌমাছি ছুটে আসে

সহসা সে ফুলে মধুর লগনে
ভীমরুল বিষ লাগে

সে ফুলের সুবাস ছড়ায়
প্রান্তর থেকে প্রান্তরে।

সেই ফুলের আকুল মিষ্টি গন্ধে
মৌমাছির ভীড়ে হেরে আমি
পৌঁছেছি সে ফুলে।

যেইনা ঠোঁটে মধু সঞ্চয়ে
দিয়েছি ফুলেতে মুখ।

ধপাস করে ঢাকনা ঢেকে যায়
আমি পড়ে যায় ফাঁদে।

আমি ভীঁত অসহায় হরিণের মত
চিৎকার ছুটোছুটি করি।

ওদিকে ফুলের গায়ে
উন্মত্ত হিংস্রতা
ব্যাঘ্র শাবকের বলে।

অবশেষে আমি চেষ্টারত
বুভুক্ষু প্রাণ দেহে
মৃত্যুর কোলে ঢলে পড়ি।

সেখান হতেই জন্ম হল
একটি আর্তনাদের।

নভেম্বর ০৯,২০১৬ ইং
কক্সবাজার।