আমি এক নবীন চাষী,
চাষ করতে ভালোবাসি।
জমি আছে একখানা মোর ফসল ফলে না,
তোমার জমি রইছে পড়ে ফসল ফলাও না?
জমি খানা দেও গো আমায়,
ফসল ফোল্লে দেব তোমায়।
অর্ধ ফসলি।
কেমন করে তোমায় বলি,
হও গো রাজি মনটা খুলি।

আমি তোমার প্রতিবেশী বিশ্বাসযোগ্য বর্গাচাষী।
একবার দেখো আমি তোমার কেমন চাষী।
চাষের জমি রইছে খালি -
চাষ করলে দুঃখ আমার যাবে চলি
এক ফসলেই যাবে আমার কপাল খুলি।
এক ফসলি জমি হলেও চলবে আমার,
তেভাগা নয় দু'ভাগা নয় সব ফসলি হবে তোমার।
তিন ফসলি জমি যদি দেও গো আমায়,
খুশির ডোরে নাচবো আমি দেখবে সবাই।
পতিত জমি রইছে পড়ে,
সোনার ফসল ফলাও নারে।
ফসল দেখে তুমি যদি হও গো রাগী,
দু'ভাগা নয় এক ভাগাতে করবো ভাগি।

থাকতে পারে তোমার অনেক হাজার চাষী,
সুযোগ পেলে সেই চাষীরা -
তোমার কিন্তু চাইবে ফাঁসি।
তসলিমাদি - আমি নবীন বর্গাচাষী,
পতিত জমি চাষ করবো হও গো রাজি।
জমি তোমার বড়ই ভালো তবুও অনাবাদি,
জমি খানা করবো চাষ হও গো রাজি তসলিমাদি।
যদিও তোমার শুকনো ভিটা তবুও ভালোবাসি,
শেষ ভাটাতে সেচ দেব গো আমি নবীন চাষী।