বৈশাখ মাসে বিয়ারা গ্রাম
বসবে মেলা জানি,
টমটম গাড়ি কিনবো সেথায়
মেলা থেকে আমি।
দল বেঁধে যাই আমরা সবাই
বৈশাখ মাসের মেলা,
টমটম গাড়ি কিনবো আমরা
খেলবো সারা বেলা।
সুতায় বেঁধে টমটম গাড়ি
টানি খেলার ছলে ,
টুনুর টুনুর আওয়াজ তোলে
হাঁটার তালে তালে।
উঠান জুড়ে হাসি খেলি
আমরা সবাই মিলে,
রংবেরঙের টমটম গাড়ি
বাংলাদেশেই মেলে।