মানব কুলে জন্ম তোমার শয়তান রূপ পরিচয়,
হাজার পাপের পাপ করিয়া সেজদারত মরতে চায়।
মক্কায় গিয়া হাজী হবে পরিবে টুপি জুব্বা পাজামা,
মরার আগে পড়িবে নামাজ পড়িবে মুখে কলমা।
তাতেই নাকি জীবনের পাপ ধুয়ে মুছে হবে সাফ,
খোদাই নাকি দিবেন সে দিন নিজ হাতে তারে মাফ।
এমন ধর্ম কোরআন হাদিস কে শোনালো তারে,
সারা জীবন পড়ে নাই নামাজ মসজিদে তার ঘরে।

পাপের ডালা সাজিয়ে তুমি করিছো ভবে নৃত্য,
শক্তি সাহস অঢেল সম্পদ যৌবনভোগ ছিল নিত্য।
সুদ ঘুষ মদ গাঁজা যৌনাচার মুনাফেকি,
সবি যে তোমার হৃদয়ে বাস করিছো চালাকি।
মানুষ হয়ে মানুষকে তুমি করিছো শুধু ঘৃণা,
সুযোগ পেলেই করিছো তুমি সবারে প্রতারণা।
বেশ্যালয় থেকে এসে তুমি যিনার বিচার করো,
ভণ্ড তুমি প্রতারক তুমি শয়তানি লেবাস ছাড়ো।

জ্ঞানের দরজা খুলিছে তোমার জীবনের শেষে এসে ,
এখন তুমি চোখের জলে কাঁদিতেছো বুক ভেসে।
যমের পরে ধরিবে তোমায় কবর কিংবা শ্মশান,
নিস্তার নাই কোনো পারে পাবে না কোথাও আসান।
অনাহারির পেটে দিয়েছো লাত্থি খাবার দ্যাওনি তুলে,
তোমার কীর্তি ভুলিছো তুমি খোদা যায়নি ভুলে।
শাস্তি তোমার পেতেই হবে যদি না করো জীবের সেবা,
কাজে আসিবে না বেদ কোরআন আর যতই করো তওবা।