রমজানের আজ চাঁদ উঠেছে নীল আকাশের গায়,
ধনুক বাঁকা রোজার চাঁদ ওই দেখা যায় ।।
রোজার চাঁদ পেয়ে খুশি জিন্দা ও মুর্দা,
রোজা শুরু নিঝুম রাতে ঈমানের পর্দা।
পিপাসা হায় ক্ষুধা পেটে হবে রে রোজা ,
অনাহারির কেমন ক্ষুধা যাবে রে বোঝা।
রোজাদারের চাঁদ উঠেছে আকাশ সীমানায়।।
রোজাদার রহমতে থাকবে রে মশগুল,
মেশক আম্বরি সুঘ্রাণ হবে রে আকুল।
দিনের বেলা নয় পানাহার উদরও ভর্তি,
বেহাল্লাপনা বন্ধ করো কু-কাজে ফুর্তি।
হুর হুরিরা রাইয়ান তোমার আছে অপেক্ষায় ll
ফকির মিসকিন তোমার দ্বারে চাহনি করুন,
ধনসম্পদের যাকাত দেও হইও না কারুন।
দানের আগে বলো মনে বলো বিসমিল্লাহ,
সদকা ফিতরা দান করো ভাই ফি সাবিলিল্লাহ।
নামাজ রোজা দানে খুশি নবী মোস্তফায় ।।
বেনামাজি ঘুমে থাকে সেহেরি না খায়,
দোয়া কবুল করবে আল্লা ইফতারি সময়।
রোজ-হাশরে পাপপুণ্য মাপিবে পাল্লায়,
রোজার পুরস্কার দিবে খোদা --
রোজার পুরস্কার দিবে খোদা নিজ হাতে আল্লায়।।