ওরে ও শামাল শামাল - ওরে ও শামাল শামাল
মৌমাছিরে ঢিল মেরেছে - মৌমাছিরে ঢিল মেরেছে,
প্রখর রোদ সূর্য তরুণ - প্রখর রোদ সূর্য তরুণ
বুক পেতেছে - বুক পেতেছে।।

হাতেতে নাই হাতিয়ার শত্রুুর সাথে যুদ্ধ করি,
রক্ত বুকে সাহস নিয়ে যুদ্ধ করি।
হো হো লড়াই করি লড়াই করি ,
ডুবাও রে কোটা তরী যুদ্ধ করি।
ক্ষেপা হায় কুকুর গুলো লেজগুটিছে লেজগুটিছে।।
ওরে ও শামাল শামাল - ওরে ও শামাল শামাল
মৌমাছিরে ঢিল মেরেছে - মৌমাছিরে ঢিল মেরেছে,
প্রখর রোদ সূর্য তরুণ - প্রখর রোদ সূর্য তরুণ
বুক পেতেছে - বুক পেতেছে।।

অধিকার দেয়না কেহো নিতে হয় আদায় করে,
ওরে ও হাতুড় বাটাল খন্তা নিরে।
আকাশে বজ্র ধ্বনি ঈশান কোনে,
কোটা প্রথা কররে নিপাত অগ্নিবাণে।
অকালে কালবৈশাখী তুফান চলে,
রক্ত চক্ষু কর প্রতিবাদ বুকটা ফুলে।
ওরে ও অত্যাচারী স্বৈরাচারী যাচ্ছে পিছে।।
ওরে ও শামাল শামাল - ওরে ও শামাল শামাল
মৌমাছিরে ঢিল মেরেছে - মৌমাছিরে ঢিল মেরেছে,
প্রখর রোদ সূর্য তরুণ - প্রখর রোদ সূর্য তরুণ
বুক পেতেছে - বুক পেতেছে।।

ওরে ও চমকে উঠে  অবৈধ মিথ্যা বেদি,
ভেঙ্গে ফ্যাল স্বৈরাচারীর পাষাণভেদী।
নমরূদের নাকে মশা খেয়েছে জুতার বাড়ি,
ফেরাউন মরলো নদে চলে যায় বাহাদুরি।
মিশরের যাদুঘরে ফেরাউন আজও আছে,
ক্ষমতার বল কতো কাল থাকবে কাছে।।
ওরে ও শামাল শামাল - ওরে ও শামাল শামাল
মৌমাছিরে ঢিল মেরেছে - মৌমাছিরে ঢিল মেরেছে,
প্রখর রোদ সূর্য তরুণ - প্রখর রোদ সূর্য তরুণ
বুক পেতেছে - বুক পেতেছে।।