সূর্য মামা ঘুমায় না আর শশুর বাড়ির খাটে,
রাগ করছে সূর্য মামা শুটকি মাছ চাটে।
চিলুরঘাটে ভূত মরছে দৈত্য দানব সবে,
সূর্য মামার রাগ কমবে কবে শান্তি পাবো তবে।


এদিকে তো ব্যাঙ বাবাজির চিন্তা গেছে বেড়ে,
ব্যাঙ কন্যার হয়না বিয়া ব্যাঙিরে তাই মারে।
ঘটক মশাই খড়ম পায়ে আচ্ছে না আর ফিরে,
সেই দুখেতে ব্যাঙিরে ব্যাঙ বারে বারে মারে।


চতুর্দিকে বৈশাখ গরম করছে সবাই উহু,
পাতার ফাঁকে ডাকছে কোকিল ডাকছে কহু কুহু।
গণেশ বাবুর পাঁঠা বাঁধা উজান বাড়ির ধারে,
এই গরমে পাঁঠার গন্ধ আসছে বারে বারে।


কি গরম উঠছে এবার ঘাম ঝরছে গায়ে সবার,
বৃষ্টি হয়না উড়ছে ধুলি গরম হাওয়ার।
অগ্নি উনুন সূর্য মামা জ্বলছে এবার অতি,
ব্যাঙ কন্যার বিয়া তাই হচ্ছে যেন ক্ষতি।


কন্যার মায়ে ধরছে কেঁদে সূর্য মামার পা,
সূর্য মামা বলছে হেসে করবো কি আর কৃপা।
রোদ আকাশে মেঘ আসবে মেঘর কাছে যা,
কন্যার বিয়া ঠিকই হবে হবে ফুলশয্যা।