নীল আকাশে সাদা মেঘ যাচ্ছে উড়ে উড়ে,
নদীর পাড়ে হাট বসেছে বট গাছটি জুড়ে।
ও সাদা মেঘ যাস কোথায় আজ এইখানেতে আয়,
নদীর পাড়ে কাশফুল পরশ দিবে গায়।
আয়রে একবার এইখানেতে দেখবি কতোকিছু,
খোকা খুকি ঘুরছে সবে বাপের পিছু পিছু।
দোকানপটের হাট বসছে রংবেরঙের ঘুড়ি,
খুকিরা সব ধরছে বায়না কিনবে রঙিন চুড়ি।
মুড়কি মুড়ি আর জিলাপির জ্বলছে অনেক চুলা,
হাঁটছে মানুষ এদিকে সেদিক উড়ছে পায়ের ধুলা।
এই হাটেতে বাউল নাচে বাঁশির সুরে সুরে,
ঢেউয়ের পরে ঢেউ থেমে যায় নলকা নদীর তীরে।
ও শরৎ মেঘ আকাশ থেকে আয় আমার কাছে,
সাদা মনের সরল মানুষ এইখানেতে আছে।
না হয় তোরে কিনে দিবো পান্না পুঁতির মালা,
ও শরৎ মেঘ আয় এখানে খেলবো সারা বেলা।