শিয়াল পন্ডিত পাইছে মজা,
নিজেই এখন দেশের রাজা।
বসে রাজা ময়ূরপংখি সিংহাসন,
আবোল তাবোল দেয় ভাষণ।
আঙ্গুল নেড়ে বলছে হুক্কা হুয়া,
আমি রাজা আর সকলেই ভুয়া।
আমার দেশে আমি রাজা,
যা বলব শুনবে প্রজা।
ভালো কিংবা মন্দ বলি,
কেউ দিবে না আমায় গালি।
মন্দ কাজেও প্রশংসা চাই,
রাজা ভালো বলবে সবাই।
দেশ রসাতল বললে সাজা,
দেশের প্রজা করব সোজা।
আমি যদি নয় ছয় করি,
দেখবে প্রজা ধৈর্য ধরি।
প্রজারা সব ভাববে নবযুগ,
থাকব রাজা যুগের পর যুগ।।