চাঁদ মামা গো সূর্য মামাকে একটু ডেকে বল,
শীতের মাঝে কাঁপছে বুড়ি কাঁপছে মায়ের ছল।
কুয়াশার পর্দাখানি হিমশীতল এর ঝড়,
মাদি কুকুর ছয়টি বাচ্চা কাঁপছে থরথর।

গরিব দুখীর ঘর খানাতে শীত করেছে ভর,
দিনমজুরি মানুষগুলোর কষ্টে জোটে আহার।
চাঁদ মামা গো সূর্য মামাকে একটু বায়না ধর
ছোট্ট শিশুর নিউমোনিয়া ঠান্ডা শীতে জ্বর।

জবুথবু বৃদ্ধ মা বাপ ঠান্ডা শীতে কাশে,
ঘাসের ডগায় শিশির কনা বরফ জমেছে।
কনকনে এই শীতের মাঝে কষ্ট বধূর সাজ,
সরষে ফুলের হলুদ পাপড়ি পড়ছে খসে আজ।

উদম গায়ে কাঁপছে অনাথ নাঙ্গা পা তার,
হিমেল হাওয়া বইছে বাতাস কাঁপছে তনু হাড়।
গায়ে নাই তার কাঁথা কম্বল পায়না উষ্ণতা,
একটুখানি রোদ দিয়ে যা একটু সুখের তা।