আমি উম্মত তাঁর
যিনি কখনো মিথ্যা কথা বলেন নাই।
আমি উম্মত তাঁর
যিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেও কাফেরের মন পান নাই।
আমি উম্মত তাঁর
যিনি আরশে আজিম বেহেশত দোজখ পুলসিরাত ভ্রমণ করেছেন।
আমি উম্মত তাঁর
যাঁর পিছনে সকল নবী অগণিত ফেরেশতা নামাজ পড়েছেন।
আমি উম্মত তাঁর
যিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েমের কথা বলেছেন ।
আমি উম্মত তাঁর
যিনি বেহেশতের প্রথম দরজা খুলবেন।
আমি উম্মত তাঁর
যাঁর উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন।
আমি উম্মত তাঁর
যাঁর ধর্ম কিয়ামত পর্যন্ত বজায় থাকবে।
আমি সেই নবীর উম্মত
যাঁর উপর নাযিলকৃত কিতাবের একটি অক্ষরও পরিবর্তন হবেনা।
আমি সেই নবীর উম্মত
উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত যিনি কান্না করবেন।
আমি সেই নবীর উম্মত
যিনি এখনো উম্মতের জন্য কান্না করছেন।