শমন আসবে সমন নিয়ে - ধরবে কষে উঠবে রে কাঁপন।
দারা সুত - পরিবার যত - করবে রে কান্দন।।
গরীব-ধনী মহাজ্ঞানী হোকনা রাজা-প্রজা,
সবার তরে আসবে শমন হোকনা কানা-খোজা।
ছাড় পাবে না একরতি কেউ সময় হলে পার,
দুই নয়নে দেখবে সেদিন দুনিয়া আঁধার।
নিদান কালে - কাঁদবে রে মন - কয়দিনের ভুবন।।
সকল জীবের জীবন নিতে আসবে রে শমন,
কখন যেন কার কপালে জোটে রে মরণ।
ছেড়ে যেতে হবে রে মন - জমানো নিধি,
কেউবা যাবে কবর মাঝে শ্মশান - সমাধি ।
স্মরণ করো মরণের - কখন যেন আসে রে কাফন।।
জীবন লীলা সাঙ্গ হবে এই ভবের হাটে,
শেষ বিদায় তো চারজনার কাঁধে চৌকোনা খাটে।
সুন্দর দেহ রংতামাশা সুন্দর পরিপাটি,
কেউ জ্বলে ছাই কেউবা মমি কেউবা পচে মাটি।
এই দেহটা - হবে মাটি দিবে রে দাফন।।