আমার দেশে সেই রাজা আসবে কবে,
গরিব দুখির দুঃখ বুঝার সাথি হবে।
হাসিমুখে বলবে কথা সবার সাথে,
রাজা-প্রজা চলবে সদা একই পথে।
পথ চলিতে শীতলপাটি মেলে দিবে,
জীবন চলার পথগুলি সব সহজ হবে।
ঘুষখোর আর পা চাটা দল বন্ধ হবে,
আমরা সবাই রাজার রাজা বলবে সবে।
শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান,
ধনী গরীব এক কাতারে সব সমান।
পথের ধারে গাছগুলিতে ফুল ফুটবে,
তাঁর ছোয়াতে নিত্য বাতাস সুভাস দিবে।
গাছে গাছে পাখপাখালি নাচবে গানে,
জয়ধ্বনি উঠবে খুশি আপন মনে।
আকাশ বাতাস জলে স্থলে
সবার সাথে থাকবে মিলে
খুশির আমেজ উঠবে জেগে,
উঠবে জেগে তাঁর আবেগে।
প্রজার দুখে রাজা কাঁদবে রাজার দুখে প্রজা,
তবেই দেশে আসবে শান্তি থাকবে না ভুল বোঝা।
সেই রাজা আসবে কবে আসবে আমার দেশে,
দেশদরদি জনদরদি প্রজার ছদ্মবেশে।