রোজা ফিরে আসলো আবার মুমিনগণ,
শয়তানকে তাই শিকল পরায় মনমহাজন ।
দেহের যাকাত আসলো ফিরে চাঁদ মুখে ঐ হাসিতে,
আপন মনে পাপ ক্ষয়ে নে তৃষ্ণা ক্ষুধার জ্বালাতে।
ক্বলবেতে ময়লা কাদা হেরে মিত্র কান্দে,
মরচে ধরা দিলখানাতে শান দে ।
দোজখের সকল রুদ্ধ দ্বারে দিচ্ছে তালা,
ফুল বাগিচায় আসন পাতা বেহেস্ত খোলা।
কবর মাঝে সকল পাপী করছে তালাশ,
অগ্নি চুলা কবরখানা রোজার বদল করবে খালাশ্ ।
পাপের ডরে লজ্জা করে খোদার তরে,
পাপীরা সব বলছে কেঁদে কবর মাঝে ।
ধন্য মোদের রোজার মাস,
পারলে খোদা মাফ করে দে বারো মাস !
এ মাসেতেই নাযিল খোদার -
তাওরাত - যবুর - ইঞ্জিল - কোরআন,
এ মাসেতেই পাপ মোচনের -
ঈমান ধ্বজায় উড়বে নিশান।
এ মাসেতেই আছে সবার রহমত আর মাগফিরাত,
এ মাসেতেই নাজাত সবার হাজার কালের কদর রাত ।
সেহেরী আর ইফতারি নিয়ামতের খনি রোজা,
নামাজ-রোজায় কর রে খতম পাপের বোঝা ।
রোজাদারে রহমতের আল্লাহ দেবে নিগূঢ় ফুল,
রাইয়্যান দরজা তাঁর হুরপরী ব্যাকুল ।
মায়ে শিশুর চাঁদ বদনে পুলক মনে -
দেয় চুমু যে খুশিতে,
আল্লাহ তেমন রোজার আমল দান করবে নিজ হাতে ।