ফুলবাবু বেশ নাদুস-নুদুস
ধরছে ডায়াবেটিস,
যকৃৎ তো বেহাল দশা
হয়েছে হেপাটাইটিস।

চিন্তায় আছেন এ সব রোগে
কেমনে পাবে পরিত্রাণ,
কে আছ দেও হে তাঁরে
সুস্থ জীবন দান।

চিন্তায় মগ্ন আগের মতো
যায়না দিন যে তাঁর,
গলা শুকে যায় ঘনঘন ক্ষুধা
লাগে যে বারবার।

সুখের জীবন পেয়েছেন তিনি
খেয়েছেন আরাম আয়েসে,
বিলাসিতা জীবন হাঁটেনি তেমন
যেতেন গাড়িতে বসে।

বসতেন তিনি এসি রুমে
নড়াচড়া খুব কম,
কাজের লোকে করত কাজ
করতেন তিনি আরাম।

হঠাৎ একদিন বলল একজন
কিসের চিন্তা ভাই,
ডায়াবেটিস রোগ সারবে আপনার
চিন্তার কিছু নাই।

আপনার মোবাইলে এমবি কিংবা
মোবাইলে কি আছে চার্জ,
ডাক্তার জাহাঙ্গীর কবীর লিখে
দেওনা একবার সার্চ।

দেখবেন তিনি ডায়াবেটিস নিয়ে
বলছেন অনেক কথা,
এছাড়াও তিনি নানান রোগের
বলছেন জীবনকথা।

সত্যিই সে এক মস্ত ডাক্তার
ডায়াবেটিস রোগীদের,
তিনিই ডাক্তার সকল রোগের
সকল মানুষদের।

গর্ব করে বলতেন বাবু
ওষুধ খেতেন অনেক,
ইনসুলিন তো ছিলো সাথে
দিনে গোটা দুয়েক।

ওষুধ ছাড়া ইনসুলিন ছাড়া
ডায়াবেটিস ভালো হয়,
এই কথাটি সবার তরে
ডাক্তার জাহাঙ্গীর কবীর কয়।

ওষুধ ছাড়া ডায়াবেটিস রোগ
সারবে কেমন করে,
সে সব তথ্য দিতেন তিনি
বলতেন ধৈর্য ধরে।

ফুলবাবু তো হচ্ছেন কাবু
নিয়ম মেনে খায়,
নিয়ম মতো চলেন তিনি
নিয়ম মতো ঘুমায়।

সত্যিই এখন ফুলবাবু
খুশি মনে চলেন,
ফুলবাবু তাঁর সুস্থ জীবন
পাইছে নিজে বলেন।

জেকে লাইফস্টাইল মানো সবে
মানছেন ফুলবাবু,
জেকে স্টাইল মেনে তিনি
হয়েছেন একটু কাবু।

দেহ বাবুর আগের চেয়ে
হয়েছে অনেক সরু,
তবু বাবু অনেক খুশি
সুস্থ জীবন শুরু।

ফুলবাবু আজ দোয়া করেন
মনটা উজার করে,
জেকের সুনাম ছড়িয়ে যাক
দেশ থেকে দেশান্তরে।

ডায়াবেটিসের যম আর
সকল রোগের বীর,
ডাক্তার তিনি বাংলার গর্ব
জাহাঙ্গীর কবীর।