আড়িপাতা মহিলা,
নাম তার জমিলা।
পাড়াপাড়া ঘুরে বেড়ায়,
স্বামী তারে রোজ তাড়ায়।
ভুল করেও বাড়িতে বসেনা,
অন্যের ভালো তার সয়না।
বাড়ি বাড়ি দোষ খোঁজে,
ডাকে না কেও যায় নিজে।
একদিন হলো কি,
করে বেশ চালাকি।
ফাটা বাঁশের মুলিবেড়া,
আড়িপাতে কান খাড়া।
বলে কি ঘরের মাঝে,
শুনিতে চায় নিজে।
হঠাৎ ব্যাথা কানে,
সে কি তা জানে।
করিল সে চিৎকার,
প্রতিবেশীর ধিক্কার।
ফাটা বাঁশের চিপায়,
নিজে নিজে দাপায়।
কান গেছে আটকে,
পারে নাই ফটকে।
সেই থেকে জমিলা,
বসে থাকে একলা।
যায়না সে দিনরাতে,
আর নাহি আড়িপাতে।
নিজের ভুল বোঝে,
তওবা চায় নিজে।
এখন সবার বাটে,
জমিলা ভালো বটে।
তাই সবাই উল্লাসে,
জমিলারে ভালোবাসে।
জমিলা ভালো মানুষ,
ফিরছে তাঁর হুঁশ।