খাবার পর তৃপ্তির ঢেকুর
তুলবে তোফাজ্জল,
ক্ষুধার স্বাদ মিটে গেছে
মৃত চোখে তাঁর জল।
হিংস্র থাবায় প্রাণ হারালো
কি দোষ ছিলো তাঁর?
জাহান্নাম কেঁপেছে তাঁর কষ্ট দেখে
শুনেছে চিৎকার।
তোফাজ্জল লোকান্তরে
তোরা সব সাচ্চা,
ফাঁসি হোক নরাধম
মাদারচোদের বাচ্চা।