বটগাছটি দেখতে যেন লাগছে পাহাড়ের মত ,
তবে কেন ফলটি তোমার হয়েছে এত ছোট ।
পাখি বলে তাইতো মোরা খাচ্ছি ফল গিলে ,
এমন সুন্দর ভাগ্য মোদের কোথায় গিয়ে মেলে ।
কতকালের কত যুগের গাছটি মোদের আশা ,
সারা জীবন তোমার উপর করছি মোরা বাসা ।
বড় আমি গাছটি তবে ,
তাইতো তুমি ভাবছো মনে
ফলটি ছোট হাই !
ফল যে আমার ছোট হয়েছে --
কারণটা শোনো ভাই ,
আমার পাতার ছায়ায় ,
কত পথিক বসে যায় ।
তাই বলছি --
ফল যদি মোর হত ধেড়ে ,
হঠাৎ যদি যেত পড়ে পথিকের উপরে ।
অমনি যদি যেত মরে কেমন হতো রে ?
তাইতো ভেবে খোদা আমায়
ছোট ফলটি অর্পণ করে ।