তুই তো আমার ছিলি আমি ছিলাম তোর,
ফোনে দুজন কথা কইতাম রাত হইতো ভোর।।

ফোন করিলে ছাড়তে চায় না আমার প্রিয় জনে,
খিলখিলিয়ে হাসতে আবার কথার গোপনে।
মনে পড়ে সে সব কথা অশ্রু আমার ঝরে,
তোর বিহনে মনটা আমার কেমন কেমন করে।
ঘুমের ঘরে জেগে থাকি ঘুম আসে না মোর,
পাড়ার লোকে বলে আমায় সিঁধ কাটা এক চোর।।

দুজনের ছেদ হবে না হবে রে আপোশ,
ভেজা বিড়াল বলতে আমায় কান খাড়া খরগোশ।
সেসব কথা মনে পড়ে তুমি পাশে নাই,
মনটা আমার পাগল পাগল জ্বলে জ্বলে ছাই।
তুই তো আমার নাই আমি কিন্তু তোর,
ছেলে মেয়ে পাগল বলে ঢিল মেরে দেয় দৌড়।।

পিছন থেকে চোখ ধরিয়া বলছো আমি কে,
চোখ ধরিছে কে যেন গো ভালোবাসি তাকে।
ঝটকা মেরে ছেড়ে দিতা আমার দুটি চোখ,
আমায় সাধের চিমটি দিতা লম্বা দুটি নখ।
সে আর চিমটি দেয়না চোখ ধরে না মোর,
কথা হয়না দেখা হয় না চলে যায় বছর।।