দুরন্ত ছাত্র ছাত্রী
রাজপথে আর রাস্তাতে,
চায় অধিকার দেশ সকলের
বুক পেতে।
জোরকদমে ছাত্র ছাত্রী
করছে মিছিল ছাড়ছে হাঁক,
স্বৈরাচারী নিপাত যাক
নিপাত যাক।
চলবেনা আর কোটা চক্র
ছাত্র ছাত্রী দৃঢ় অটল,
মেরুদণ্ড উঠছে ক্ষেপে
রক্ত তাজা ছাত্র দল।
আগুন জ্বালা শাবল চালা
বজ্রমু্ষ্ঠি হুঙ্কার,
স্বজন হারা উঠছে জ্বলে
দেশ কাঁপানো চিৎকার।
স্বৈরাচারী হায়না কুকুর,
পিঠের উপর ভাঙ্গরে মুগুর।
অধিকার দেয়না কেহো
নিত হবে আদায় করে,
আঙুল বেঁকে জীবন দিয়ে যুদ্ধ করে -
ওরে ও যুদ্ধ করে যুদ্ধ করে।।
ক্ষমতার বল -
থাকবে কতকাল,
ক্ষেপছে জাতি
তুলবে পিঠের ছাল।
ওরে ও ছাত্র সমাজ
ছাত্র দল ছাত্র দল।।
ছাত্র ছাত্রী দেশের শক্তি
দেশের বাঁচানোর শক্ত ঢাল,
শক্তি সাহস উঠতি যৌবন
গোলা বারুদ সব বিকল।
স্বৈরাচারী শয়তান মুখি
বলে সব রাজাকার,
রক্ত বুকে জমাট বাঁধা
অগ্নি কুড়াল মাথায় মার।
স্বৈরাচারীর পাষাণভেদী
ভেঙ্গে ফ্যাল ভেঙ্গে ফ্যাল,
ওরে ও ছাত্র সমাজ
জোট বেঁধে চল জোট বেঁধে চল।
ছাত্রদের শক্তি সাহস
দেখবে সবে,
ভয়ে সব স্বৈরাচারী
ঘাবড়ে যাবে ঘাবড়ে যাবে।
স্বৈরাচারীর দূর্গ সবি
উড়ে দে ভেঙ্গে ফ্যাল,
ওরে ও ছাত্র সমাজ
ছাত্র দল ছাত্র দল।।