বাংলা নয় আজ ইংরেজি
শুভ নববর্ষ,
পুরাতনকে দিলাম বিদায়
নতুন দিনের হর্ষ।
স্বাগতম জানাই হে
দুই হাজার পঁচিশ,
সুখে রেখো সবারে
সামনে যত সাল আসিস।

নতুন বছরের আলোকসজ্জা
দূর হোক আঁধার রাত,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দূর হোক
দারিদ্র্য কষাঘাত।
দূর হোক রোগ শোক পূর্ণ হোক
মনের বাসনা,
দূর হয়ে যাক সকল ক্লেশ
যত আছে যাতনা।

নাজেহাল পৃথিবী আজ
গড়ে উঠুক সাম্য,
নতুন বছরের নতুন হাল
দূর হোক বৈষম্য।
অশান্ত পৃথিবী শান্ত হোক
সামনে যতদিন আছে,
ধুলো মলিন এই ব্রহ্মাণ্ডে সবাই
স্বর্গ সুখে বাঁচে।

দূর হোক হানাহানি মারামারি
দ্বন্দ্ব যুদ্ধ বিদ্বেষ,
গড়ে উঠুক সুন্দর পৃথিবী
সুখের বাংলাদেশ।