হে রহমান রহম করো মোর পাপের ঝুলিতে,
পাপের তরীতে পুণ্য ভরো তোমার কুদরতে।।
ভূবন মাঝে বৃথা কাজে দম ফুরায়ে যায়,
আঁখি জলে ভাসি আমি - সেজদা দেই তোমার পায়।
হিয়ার মাঝে হায় কত কথা কয় - করেছি মোরে ক্ষতি,
তুমি দয়াময় দেও হে আমায় - মহিমা জ্যোতি।
ওই জ্যোতিতে জ্বলবো আমি - মোর আঁধার রাতে।।
অন্তর্যামী তোমাকে মানি জানো আমার ভুল,
ভুল গুলি তাই মাফ করে দেও - করবো না আর ভুল।
পাপের ভারে ভয়ে কাঁপে জাহান্নামের আগুন,
মুক্ত করো পাপের ভার হায় - মুক্ত করো এখন।
ওই পাপ গুলি মোর পাহাড় সম কাঁদে দিলেতে।।
তুমি প্রভু মাফ করে দেও - নিরাশ করো না,
ক্ষমার মালিক ক্ষমা করো - প্রাণে সহেনা।
শির নত আল্লাহ তোমার তরে - পাপেরি কারণ,
পাপ গুলি সব ক্ষমা করে-দিও মোর মরণ।
ওই মরণে শান্তি আমার - ভয় নাই আখেরাতে।।