মানুষ মানুষ বলি সবাই -
মানুষ হয়েছি,
জ্ঞান সাগরে জ্ঞান আহরণ -
কয়জন করেছি।
একই খাবারে ক্ষুধা মেটায়,
একই বাতাসে প্রাণ জুড়ায়।
একই জলে তৃষ্ণা মেটায়,
একই রক্ত সবার গায়,
একই হাসি একই কান্না -
চোখের জল একই হয়।
মায়ের আদর সবার মাঝে -
একই দৃশ্য দেখা যায়,
ধর্ম-বর্ণ ধূলিসাৎ হোক -
তবেই হবে বিশ্বজয়।
কিসের ধর্ম কিসের বর্ণ ?
মনুষ্যত্ব আগে,
ধর্ম-বর্ণ দাঙ্গা নয় -
যেন শান্তির বাতাস লাগে।
মানুষ মানুষে যুদ্ধ কেন?
কিসের হানাহানি?
মানুষ সবার শ্রেষ্ঠ জানি,
মানুষ সবার জ্ঞানী।
কোথায় আল্লাহ্ ?
কোথায় ঈশ্বর ?
কোথায় ভগবান ?
সেতো হৃদয় মাঝে কথা বলে -
মানুষের জয়গান।।