মুসলিমে আজ মনের পশু
কোরবানি দে খুশি মনে ,
হৃদয়ের ছুরিখানি
শান দে সব নির্জনে।
কোরবানি দে মনের মাঝে
শয়তানি সব বালাখানা,
কলুষ মন দে কোরবানি
অশুভ সব তালবাহানা।
নবী ইব্রাহিম প্রভুর ইশারায়
ছুরি চালায় প্রিয় গর্দানে,
তোরা করিসনে আজ জাহিরি সব
লক্ষ দামের পশু কিনে।
জাহির তোরা করিস না আর
করিস না আল্লার সনে,
রোজ হাশরে প্রভু তোদের
দিবে কোরবানি সব জেনে।
মুসলিমে আজ ঘুমে গেছে
ঘুমের ঘোরে দেয় কোরবানি,
নবী - ইব্রাহিমের আদলে
দেও হে আজ কোরবানি।
ষষ্ঠ রিপু মনের মাঝে
দে সদা সব কোরবানি,
তবেই সেথা পাবে সবাই
আল্লা নুরের ঝলকানি।