ও আমার কচিকাঁচার দল রে,
শোন রে তোরা আয় আয় রে।।
আমি কি নিয়া যে কি ভাবি কল্পনায় ছবি আঁকি।
গাধা ঘুমায় রাজার খাটে,
ক্ষুধার পেটে সূর্য চাটে।
আবার ডাঙ্গার মাঝে চলে মীন,
দেখিয়াছো কি কোনদিন?
মশার পিঠে হাতি চড়ে রে।।
কুনি পোকার হাত ধরে কেঁচো যায় চাঁদেতে।
আবার কিরি পোকার পাখার বাতাসে,
পাহাড়-পর্বত যায় ধসে।
তাই দেখিয়া করে কি,
রাগের মাথায় ব্যাঙাচি।
ঝিনাই দিয়া সাগরের জল সেচে রে।।
বনের মাঝে মাকড়সা মনের সুখে জাল পাতে,
বাঘ সিংহ পড়ে তাতে।
মাকড়সার ভাই এ্যরাটি,
সে বাঘ সিংহ খায় একশটি।
দেখো আবার টুনি পাখি,
ডিম পেড়ে সে ভাবে কি।
যদি ডিমের উপর আসমান পরে,
ডিম তবে রে যাবে ভেঙ্গে।
তাই ভাবিয়া টুনি -
পা দিয়া সে আসমান ঠেকায় রে।।