বৃষ্টি পড়ছে আকাশ থেকে ঝরছে ঝরঝর,
ছাতা হাতে যাচ্ছে চেপে কিপটে মাতব্বর।
বৃষ্টিতে ভিজবে ছাতা,
ভিজুক তবু মাথা।
ভরছে ছাতা থলে,
রাখছে বগল তলে।
পায়ের জুতা খুলে মশাই হাঁটছে খালি পায়ে,
ছিঁড়বে জুতা তাই ভেবে সে যাচ্ছে হাতে নিয়ে।
গায়ের জামা নাই যে গায়ে,
হাঁটছে এদিক ওদিক চেয়ে।
দেখছে অদূর শালিক পাখি,
খাচ্ছে ঠুকে কি ওটা কি ?
শালিক পাখি তাড়িয়ে দিয়ে পাইছে টাকি মাছ,
শুটকি করে কিপটে মশাই চাটে বারোমাস।
ধনসম্পদ অনেক আছে,
টাকার ব্যাগ তার কাছে।
কিপটে করে সম্পদ গরে,
টাকা খয়রাত করে।
ফকির মিসকিন তার দ্বারেতে পায় না কিছু এসে,
ধমক দিয়ে দেয় তাড়িয়ে কয়না কথা হেসে।
সপ্তায় একদিন  হাগে মশাই,
পেটের খাবার যায় কমে তাই।
চিন্তা মাথায় হাগা বন্ধ রাখে,
একটু হাগে চেয়ে আবার দেখে।
তাইতো মশাই খাবার খেয়ে কাজ করে খুব কম,
ক্ষুধা পেট রোগ ধরছে ডাকছে তারে যম।