কি চমৎকার বাংলা ভাষা,
জুড়ায় প্রাণ মনের  তৃষা।
মূর্খ জ্ঞানী মজুর চাষা,
সবার প্রিয় বাংলা ভাষা।

বাংলার মানুষ বাংলা ভাষা
উর্দু চায় না,
পশু পাখি বাংলা কথা
বলে ময়না।

ইলিশ ভাজা দুধের বাটি
কোথায় সরে নেও,
লেজ নেড়ে ডাকে বিড়াল
বলছে কথা ম্যাও।

আঘাত পেলে কষ্ট পেলে
বলে সবে উহু,
কোকিল ডাকে গাছের ডালে
ডাকে কুহু কুহু।

টিটি বললে মুরগী আসে
চই-চই বললে হাঁস,
রক্ত মাখা বর্ণমালা
মায়ের দীর্ঘশ্বাস।

ডানে-বামে গরু বোঝে
মহিষ থামে হ-হ,
অ-আ আমার বর্ণমালা
হৃদয় জুড়ে ক-খ।

কুতুর কুতুর করে ডাকি
কুকুর ছানাকে,
সোনামণি ডাকলে আমায়
জড়িয়ে ধরি মাকে।

বাংলা ভাষায় আল্লা ঈশ্বর
বলি হরি বোল,
টাক ডুমাডুম কথা বলে
বাংলাদেশের ঢোল।