বলছে মাকে কুকুর ছানা বলছে প্রভাতবেলা ,
কোথায় ছিলে মাগো তুমি রাত্রে কোথায় ছিলা।
আমরা সবে তোমার জন্য করছি কান্নাকাটি,
ক্ষুধার পেট সহ্য হয় না রাত্রি গেছে কাটি।
মাঘ মাসের এই শীতের মাঝে তোমার বুকের ওম,
একটু হলেও শান্তি পাই মা দেই যে সুখের ঘুম।
হাড়কাপানো শীত পড়েছে বইছে হিমেল হাওয়া,
তোমার শরীর পোড়া কেন নেই মুখে মা খাওয়া।
কে ভাঙ্গিছে পা খানা মা'র ভাঙ্গছে মাজার হাড়,
কে ঢালিছে গরম পানি কেমন হৃদয় তার।
গায়ের চামড়া পুড়ে গেছে সারা তনু জ্বলে,
গা খানা মা'র পুড়ে দিছে গরম পানির জলে।
তোমায় ছাড়া আমরা সবে কেমনে বাঁচি মা,
কষ্ট পাচ্ছো চোখের জলে দিচ্ছো তবু চুমা।
মাঘ শীতেতে তোমার বুকে থাকি সবাই লুকে,
মা তোমার গো এই অবস্থা কেমনে থাকি বুকে।
খাবার খুঁজতে গিয়েছিল মোল্লা বাড়ির ধারে,
কুকুর হচ্ছে নাপাক জোনার আচ্ছামত মারে।
বিবেক বুদ্ধি সবার সেরা শ্রেষ্ঠ মানুষ জাতি,
তবে কেনো করলো তারা তোমার এমন ক্ষতি।
পোড়া দেহ ভাঙ্গা পা ব্যথা হাড়ে হাড়ে,
ছয়টি বাচ্চা রেখে মা কষ্টে গেল মরে।
কষ্ট দিয়ে হত্যা করলো যারা আমার মাকে,
গজব তাদের নাজিল হোক খোদার তরফ থেকে।